জাতিসংঘে নারীদের কাজের বিষয়ে তালেবানের নিষেধাজ্ঞা

|

ছবি : সংগৃহীত

আফগানিস্তানে এবার জাতিসংঘে নারীদের কর্মসংস্থানে নিষেধাজ্ঞা দিলো তালেবান। প্রতিবাদে দেশটিতে দু’দিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংস্থাটি। খবর সিসিটিভির।

মঙ্গলবার (৪ এপ্রিল) এক ঘোষণায় তালেবান প্রশাসন জানায়, জাতিসংঘের কর্মসংস্থান থেকে বাধ্যতামূলকভাবে সরিয়ে দেয়া হবে নারীদের। এরপরই জাতিসংঘের তরফ থেকে জানানো হয় পরবর্তী ৪৮ ঘণ্টা কর্মবিরতি পালন করবে আফগান কর্মীরা। দেশটিতে প্রায় ৩ হাজার ৩০০ আফগান কাজ করে জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে। এর মধ্যে প্রায় ৪০০ নারী কর্মী।

এদিকে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, আফগানিস্তানে সহায়তা সংস্থাগুলির কাজ করার ক্ষমতাকে হ্রাস করা ‘বিরক্ত প্রবণতার’ সর্বশেষতম ঘটনা।

প্রসঙ্গত, এর আগে এনজিওতে নারীদের কাজে নিষেধাজ্ঞা দিয়েছিল তালেবান।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply