Site icon Jamuna Television

শহিদুল আলমের চিকিৎসা প্রতিবেদন সোমবার দেওয়ার নির্দেশ হাইকোর্টের

আলোকচিত্রী শহিদুল আলমের চিকিৎসা করাতে ও আগামী সোমবার চিকিৎসার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে শহিদুল আলমের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তার আইজনীবীদের আলাদা আবেদন করার আদেশ দিয়েছেন আদালত।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চে আজ মেডিকেল রিপোর্ট জমা দিলে আদালত এসব আদেশ দেন। শহীদুল আলমকে কি পরীক্ষা করা হয়েছে কিংবা পরীক্ষার উপকরণ সম্বন্ধে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ নেই বলে জানান আদালত।

মঙ্গলবার এক রিট শুনানি শেষে, তাঁর স্বাস্থ্যগত প্রতিবেদন বৃহস্পতিবার সকালের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত। ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গত সোমবার রমনা থানার আইসিটি আইনের মামলায় শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ।

Exit mobile version