ধ্বংসস্তুপ থেকে উদ্ধার অভিযান চলার মধ্যে আবারো ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপ। ৬ দশমিক ২ মাত্রার কম্পনে এখনও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।
স্থানীয় সময় সকাল ১১টার দিকে হঠাৎ কম্পনে কেঁপে উঠে পুরো এলাকা। বৃহস্পতিবার সকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নিশ্চিত করে এসব তথ্য।
এদিকে, গত রোববারের ৬ দশমিক ৯ মাত্রার কম্পনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৭ জনে। হতাহতের সংখ্যা ১৪শ’র বেশি। এদিকে আটকা পড়াদের উদ্ধারে দেশটির সেনাবাহিনীর নেতৃত্বে চলছে উদ্ধার অভিযান। বর্তমানে খোলা আকাশের নিচে দ্বীপটির অন্তত ১ লাখ ৫৬ হাজার বাসিন্দা বসবাস করছে। কর্তৃপক্ষ বলছে, লম্বকে বেশিরভাগ স্থাপনাই ভেঙে পড়ায় হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কাও রয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র সুতপো পুরো নাগরোহো বলেন, জীবিতদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে। তবে এখনও কতজন ধংসস্তুপের নিচে আটকা পড়ে আছে তার প্রকৃত সংখ্যা বলা সম্ভব হচ্ছে না। প্রতিদিনই উদ্ধার করা হচ্ছে হতাহতদের।
প্রাকৃতিক এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। দেয়া হচ্ছে খাবার, নিরাপদ পানিসহ প্রয়োজনীয় সরঞ্জাম।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, গত ৪ দিনে অনুভূত হয়েছে প্রায় আড়াই’শো আফটারশক বা অনুকম্পন।
যমুনা অনলাইন: কেআর
Leave a reply