সাকিবের পরিবর্তে রয়কে দলে ভেড়ালো কলকাতা

|

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের পরিবর্তে জেসন রয়কে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি ৮০ লাখ রুপিতে এই ইংলিশ ওপেনারকে কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে জেসন রয়কে দলে নেয়ায় কপাল পুড়তে পারে আরেক টাইগার ক্রিকেটার লিটন দাসের। ওপেনার হিসেবে গুরবাজের সাথে জেসন রয়ের সঙ্গী হওয়ার সম্ভাবনাই বেশি।

জাতীয় দলের ব্যস্ততায় আইপিএল খেলার ছাড়পত্র মেলেনি সাকিব আল হাসানের। আয়ারল্যান্ডকে ‘ভয়ঙ্কর’ দল আখ্যা দিয়েে দাপুটে টেস্ট জয়ের অভিপ্রায়ে সাকিবকে ছুটি দেয়নি বিসিবি। অভিমানী সাকিব নিজেই ছুটি দিয়েছেন আইপিএলকে। তার পরিবর্তে নতুন ক্রিকেটার নেয়ার প্রস্তাবে সায় দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে।

সম্মতি পেয়ে বিলম্ব করেনি কলকাতা। দলে ভিড়িয়েছে ইংলিশ ওপেনার জেসন রয়কে। ২ কোটি ৮০ লাখ রুপিতে এই মারকুটে ওপেনারকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শ্রেয়াস আইয়ারের ইনজুরিতে ব্যাটিং লাইন আপে শক্তি হারিয়েছে কলকাতা। তাই একজন ভালো ব্যাটারে চোখ ছিল দলটির। সাকিবের বিকল্প হিসেবে তাদের প্রথম পছন্দ ছিলেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। কিন্তু গুজরাট টাইটান্স শানাকাকে কিনে নেয়ায় হতাশ হতে হয় কলকাতাকে। শেষ পর্যন্ত জেসন রয়েই আস্থা ফ্র্যাঞ্চাইজিটির। যাকে পাওয়া যাবে পুরো আসর জুড়েই।

এর আগে, আইপিএলের তিনটি আসর খেলেছেন জেসন রয়। সবশেষ ২০২১ সালে খেলেছেন সানরাইজার্স হায়দ্রবাদের হয়ে। তবে সবশেষ পিএসএলে ছিলেন দারুণ ছন্দে। কোয়েটার হয়ে খেলেছেন ৬৩ বলে ১৪৫ রানের ম্যাচ জয়ী ইনিংস।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply