বিসিএস, সরকারি চাকরি, ব্যাংকে নিয়োগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি চক্রের নয়জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের দলনেতা অলীক কুমার বিশ্বাস বিকেএসপির সহকারী পরিচালক। বিএডিসির প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, বিসিএসে সুপারিশপ্রাপ্ত কয়েকজন, মাধ্যমিক স্কুলের শিক্ষক, রাজধানীর অগ্রণী বিদ্যালয়ের শিক্ষক, অফিস সহকারী এই চক্রের সদস্য বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।
তিনি বলেন, পরীক্ষার প্রশ্ন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সমাধান করে পরীক্ষা কেন্দ্রে প্রার্থীকে পাঠানো হয়। প্রায় ৫-৭ বছর ধরে জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। তাদের সাহায্য নিয়ে অনেকে বিভিন্ন ব্যাংক ও সরকারি চাকরিতে কর্মরত আছে বলে দাবি চক্রের।
Leave a reply