বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্র কারাগারে

|

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রের জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠিয়েছেন আদালত। একই সাথে নতুন করে চাওয়া ৭ দিনের রিমান্ড আবেদনও নামঞ্জুর করা হয়।

দুইদিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে নেয়া হলে শিক্ষার্থীদের আইনজীবীরা জামিন আবেদন করেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে আবারও রিমান্ড আবেদন করা হয়।

শুনানি শেষে উভয়পক্ষের আবেদন নাকচ করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। আসামিদের মধ্যে বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন।

এক মামলায় ১৪ জন, অপর মামলায় ৮ জনসহ মোট ২২জনকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজধানীর বাড্ডা ও ভাটারা থানা পুলিশ এজাহারে তাদের কারো বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, আবার কারো বিরুদ্ধে রাস্তায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ করে।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply