যশোরে বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছ ধ্বংস

|

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

যশোরে নিষিদ্ধ মাগুর মাছ সংরক্ষণের দায়ে একজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার য(৬ এপ্রিল) বিকেলে শহরের চাচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলাম নামে এক মৎস্য ব্যবসায়ীকে আটক করে র‍্যাব-৬ এর সদস্যরা। এসময় প্রায় দুই মন নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করেন তারা।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ অভিযুক্তকে দুই হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এসময় উপস্থিত ছিলেন র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আফ্রিকান মাছ চাষ, সংরক্ষণ, পরিবহন সবই নিষিদ্ধ। এটি দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকি স্বরূপ। র‍্যাব-৬ এর সদস্যরা অভিযুক্তকে হাতেনাতে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জেল-জরিমানা করা হয়েছে। সেই সাথে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply