রেকর্ড বেতনে মরিনহোকে কোচ করতে চায় সৌদি আরব

|

হোসে মরিনহোকে কোচ হিসেবে পেতে রেকর্ড ১২ কোটি ইউরো বেতন দিতে চায় সৌদি ফুটবল ফেডারেশন। আপাতত দুই বছরের চুক্তিতে এই পর্তুগীজকে পেতে চায় দেশটি।

সম্প্রতি সৌদি আরবের প্রধান কোচ হার্ভি রেনার পদত্যাগ করেছেন। তার অধীনে বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে অঘটন উপহার দিয়েছিল দেশটি। কিন্তু ফ্রান্স নারী দলের দ্বায়িত্ব নিতে সৌদি আরব ছেড়ে যান এই ফরাসি। তার পরিবর্তে নতুন কোচ হিসেবে হোসে মরিনহোকে পছন্দ সৌদি ফুটবল ফেডারেশনের। এজন্য দুই বছরের চুক্তিতে তাকে ১২ কোটি ইউরো দিতে প্রস্তুত দেশটি। আর এই প্রস্তাবে রাজি হলে মরিনহো হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ। বর্তমানে ইতালিয়ান ক্লাব এএস রোমার প্রধান কোচের দ্বায়িত্বে আছেন মরিনহো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply