ত্রাণের টিন চুরি নিয়ে তুলকালাম উগান্ডা, অভিযুক্ত মন্ত্রী

|

ত্রাণের টিন চুরি নিয়ে তুলকালাম চলছে উগান্ডায়। চুরিতে সহযোগিতার প্রমাণ মিলেছে দেশটির মন্ত্রী পরিষদ বিষয়ক মন্ত্রী মেরি গোরেটির বিরুদ্ধে। খবর বিবিসির।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কারামোজা অঞ্চলে যাযাবর সম্প্রদায়ের জন্য সরকারের পাঠানো প্রায় ১৫ হাজার টিন চুরি করার প্রমাণ মিলেছে ওই মন্ত্রীর বিরুদ্ধে। এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে এখনও কোনো বিবৃতি দেননি মেরি গোরেটি।

অবশ্য গত মাসে একটি সংসদীয় কমিটির বৈঠকে ত্রাণের অব্যবস্থাপনার জন্য ক্ষমা চান ওই মন্ত্রী। আগামী ১২ এপ্রিল তাকে পুনরায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পাবলিক প্রসিকিউটর ডিরেক্টর অফিস মুখপাত্র। গত ফেব্রুয়ারিতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় আরও তিনজনকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply