গণতন্ত্র ও উন্নয়নের বিকাশ ঘটিয়ে দেশ পরিচালিত হচ্ছে: রাষ্ট্রপতি

|

গণতন্ত্র ও উন্নয়ন একসাথে বিকাশ ঘটিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনের ভাষণে এ কথা জানান তিনি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হয়েছিল এই সংসদের কার্যক্রম। ৫০ বছরে ধরে সেই ধারায় চলছে কার্যক্রম। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংবিধান তৈরি করেছিলেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী দেশের শাসনব্যবস্থা চলছে বলেও জানান তিনি।

এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদীয় বিভিন্ন কমিটির কার্যক্রমের প্রশংসা করেন। সংসদ পরিচালনায় বঙ্গবন্ধুর নীতি আদর্শের কথাও তুলে ধরেন তিনি। বঙ্গবন্ধুকে হারানো জাতির অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply