চট্টগ্রামে গণমাধ্যমকর্মীকে ছুড়ে ফেলে দেয়া হলো দোতলা থেকে

|

গণমাধ্যমকর্মীকে দোতলা থেকে নিচে ছুড়ে ফেলে দেয়ার ঘটনায় তোলপাড় চলছে চট্টগ্রামের চন্দনাইশে। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর প্রতিবাদ-বিক্ষোভের মুখে ঘটনার দু’দিন পর একজনকে আটক করেছে পুলিশ।

গত ৫ এপ্রিল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি এলাকায় দোতলা থেকে আইয়ুব মিয়াজি নামে গণমাধ্যমকর্মীকে দোতলা থেকে ফেলে দেয় কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

ওই গণমাধ্যমকর্মীর অভিযোগ, তার অনলাইন পোর্টালে পাহাড় কাটা সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় এ আক্রমণ এবং ভাংচুর করা হয় দোকান।

দোতলা থেলে ফেলে দেয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। প্রতিবাদ কর্মসূচি পালন করেন চন্দনাইশের সাংবাদিক সংগঠনগুলো। হামলাকারিদের গ্রেফতার ও শাস্তি চান আহতের স্বজনরা। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দোতলা থেকে ফেলে দেয়া আইয়ুব মিয়াজি অনলাইন পোর্টাল এছাড়াও চট্টগ্রামের স্থানীয় কয়েকটি দৈনিকের প্রতিনিধি হিসেবে কর্মরত।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply