মাঝ আকাশে পাইলট বুঝতে পারলেন আসনের নিচে সাপ

|

ব্যক্তিগত ছোট উড়োজাহাজে যাচ্ছিলেন আরোহীরা। বিমানটি ছিল প্রায় ১১ হাজার ফুট উচ্চতায়। কিন্তু একপর্যায়ে বিমানের পাইলট তার আসনের নিচে সাপের অস্তিত্ব অনুভব করলেন। তাও সাধারণ কোনো সাপ নয়, গোখরা সাপ। খবর এপির।

সোমবার (৩ এপ্রিল) দক্ষিণ আফ্রিকায় এ ঘটনা ঘটে। চারজন যাত্রী নিয়ে উড়োজাহাজটি দেশটির ওরচেস্টার থেকে নেলসপ্রুট যাচ্ছিল। পরে বিমানটি দেশটির ওয়েলকম শহরে জরুরি অবতরণ করে।

পাইলট রুডলফ ইরাসমাসের বক্তব্য, মাঝ আকাশে তিনি তার পিঠের নিচে ঠান্ডা কিছু অনুভব করেন। পরে তাকিয়ে দেখেন তার সিটের নিচে একটি গোখরা সাপ মাথা লুকিয়ে আছে। তবে তিনি ভয় না পেয়ে জরুরি অবতরণের অনুমতির জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করেন। ফোন করার পর তাকে উড়োজাহাজটি নিয়ে আরও ১০ থেকে ১৫ মিনিট আকাশেই থাকতে হয়। পরে তিনি নিরাপদে উড়োজাহাজটিকে অবতরণ করান।

অবতরণের পর তন্ন তন্ন করে বিমানে সাপটিকে খোঁজা হয়। কিন্তু তখন আর সেটিকে খুঁজে পাওয়া যায়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply