বাসের অগ্রিম টিকিট: দ্বিতীয় দিনেও নেই যাত্রীর চাপ

|

ঈদুল ফিতরের জন্য বাসে আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ (৮ এপ্রিল)। প্রথম দিনের মতো আজও রাজধানীর কাউন্টারগুলোতে যাত্রী চাপ খুবই কম। যারা টিকিট কাটতে এসেছেন তারা স্বাচ্ছন্দ্যেই কাঙ্ক্ষিত তারিখের টিকিট কাটতে পারছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ঘরে বসে অনলাইনেই টিকিট কাটার সুবিধার কারণেই কাউন্টারগুলোতে যাত্রীর চাপ কম। প্রাইভেট সেক্টরে যারা চাকরি করেন তাদের বেতন হলে যাত্রী চাপ আরও বাড়বে বলে মনে করছেন তারা। অবশ্য এবার ঈদের ছুটি কম থাকায় শেষ দিকে যাত্রীদের চাপ ও ভোগান্তি বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।

রাজধানীর শ্যামলী এবং কল্যাণপুরের মতো গাবতলী বাস টার্মিনালেও যাত্রীচাপ কম থাকায় হতাশ কাউন্টার সংশ্লিষ্টরা। গাবতলী কাউন্টারে যারা আগাম টিকিট কাটতে এসেছেন তারা বেশিরভাগই ২০-২১ তারিখের টিকিট কাটছেন। কোনো ভোগান্তি ছাড়াই টিকিট কাটতে পেরে খুশি তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply