৩৩ বছর পর সিরি আ জয়ের আরও কাছে পৌঁছে গেছে নাপোলি। লেচ্চেকে ২-১ গোলে হারিয়ে পয়েন্টের দ্বিতীয় অবস্থানে থাকা লাৎজিওর চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে গেছে লুসিয়ানো স্প্যালেট্টির দল। আরেক ম্যাচে গোল শূন্য স্কোর লাইনে ড্র হয়েছে এসি মিলান-এমপোলি ম্যাচ। এছাড়া স্যালেরনিতানার সাথে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিলান।
লেচ্চের আতিথ্য নেবার ম্যাচে প্রথমার্ধেই লিড নেয় দুর্দান্ত ফর্মে থাকা নাপোলি। ১৮ মিনিটে জিয়োভানি ডি লরেনজোর গোলে এগিয়ে যায় নাপোলি। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে লেচ্চে। ৫২ মিনিটে ফেডেরিকো ডি ফ্রান্সেসকো গোল করেন লেচ্চের হয়ে। ৬৪ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় নাপোলি। চ্যাম্পিয়নদের আক্রমণ ঠেকাতে গিয়ে লেচ্চের ডিফেন্ডার আন্তোনিনো গ্যালো বলটি চেস্ট করলে তা গোলরক্ষক ভ্লাদিমিরো ফ্যালকনের হাত ফসকে বল জালে জড়ায়। আর জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি।
এছাড়া, শুক্রবারের আরেক ম্যাচে ইন্টার মিলান স্ট্রাইকার রোমেলু লুকাকু গোল মিসের মহড়া দিলে সিমোনে ইনজাঘির দল শেষ পর্যন্ত ১-১ গোলে ড্রতেই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়। ৯০ মিনিটে সালেরনিতানা সমতা ফেরালে পয়েন্ট ভাগাভাগিতেই বাধ্য হয় ইন্টার।
আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগ থেকে এক মৌসুমে আয়ের শীর্ষে রিয়াল
/এম ই
Leave a reply