চীনে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাজনীতি ছাড়াও তাদের আলোচনায় ছিল সাংস্কৃতিক নানা বিষয়।
শুক্রবার (৭ এপ্রিল) গুয়াংডং প্রদেশে সাক্ষাৎ করেন তারা। খবর সিসিটিভির।
শেষ দুই দিনের অনানুষ্ঠানিক বৈঠক নিয়ে এই আলোচনায় সন্তোষ প্রকাশ করেন দুই নেতা। আগামী দিনে বেইজিং-প্যারিসের ঐক্য বজায় রাখার বিষয়ে প্রত্যাশা জানান তারা। আলোচনার পাশাপাশি চীনের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়েও কথা বলেন শি-ম্যাকরন। চীনের ঐতিহ্যবাহী সঙ্গীত উপভোগ করেন তারা। এদিন শি জিনপিংয়ের আতিথেয়তায় নৈশভোজে অংশ নেন ফরাসি রাষ্ট্রপ্রধান।
এটিএম/
Leave a reply