ধ্বংসস্তূপ সরানোর পর অস্থায়ী দোকান নিয়ে বসবে বঙ্গবাজারের ব্যবসায়ীরা

|

দ্বিতীয় দিনের মতো বঙ্গবাজারে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। আগামীকাল নাগাদ অপসারণ কার্যক্রম শেষ হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অস্থায়ী দোকান নিয়ে বসবেন বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শনিবার (৮ এপ্রিল) দুপুরের ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ। আগামীকালের মধ্যে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা মেয়রের কাছে পাঠানো হবে বলেও জানায় দোকান মালিক সমিতি। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে জানিয়ে সেখানে সকলের আর্থিক সহযোগিতা চায় সংগঠনটি। এ সময় জানানো হয়, ৫ থেকে ৬ হাজারের বেশি দোকান ধ্বংস হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। এদিকে, অস্থায়ী দোকান খুলে বসার আগেই সড়কের পাশে ফুটপাতে পণ্য নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা তহবিলের জন্য হিসাব নম্বর- ০২০০০৯৪০৬৬০৩১, আইএফআইসি ব্যাংক। যেখান থেকে সুযোগ পায় সেখানে থেকেই মানুষ এই অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠাতে পারবে।

আরও পড়ুন: ফের বঙ্গবাজারে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply