পাকিস্তানে ১৩ আগস্ট পার্লামেন্টের নতুন অধিবেশনের ডাক দিলেন প্রেসিডেন্ট মামনূন হুসাইন। শুক্রবার এই সমন জারি করেন তিনি। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাসিরুল মূলক্ বৃহস্পতিবার প্রেসিডেন্ট বরাবর নির্বাচন ও ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য উপস্থাপন করেন।
এরফলে পার্লামেন্ট অধিবেশনে ফলাফলের বিচারে এগিয়ে থাকা রাজনৈতিক দলকে পাকিস্তানে সরকার গঠনের আহ্বান জানাবেন প্রেসিডেন্ট। দেশটির গণমাধ্যমগুলো বলছিলো, স্বাধীনতা দিবস ১৪ আগস্টে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ইমরান খান। কিন্তু সেসময় রাষ্ট্রীয় সফরে আয়ারল্যান্ড থাকার কথা প্রেসিডেন্টের। তার সফর বাতিলের আহ্বানও জানিয়েছিল তেহরিক ই ইনসাফ। তাতে মামনূন হুসাইন রাজি না হওয়ায় শপথ অনুষ্ঠান ১৫ থেকে ১৭ আগস্টের মধ্যে হতে পারে এমন আভাস পিটিআই’র। সেক্ষেত্রে শপথ পড়াবেন সিনেট চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাদিক সাঞ্জরানি। দলটির দাবি জোট সরকার গঠনের মতো ১৮০টি আসন রয়েছে তাদের দখলে।
Leave a reply