যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপির ১০ নেতা-কর্মী গুরুতর আহত, অফিস ভাঙচুর

|

বেনাপোল প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শায় বিএনপির অবস্থান কর্মসূচিতে দুর্বত্তদের চালানো হামলায় কেন্দ্রীয় বিএনপির কর্যকরী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক (সাবু), সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ ১০ নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে শার্শার বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতরভাবে আহত করে। এ সময় হামলাকারীরা বিএনপি অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে। আহতদের প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোর থেকে এসে আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান।

এ প্রসঙ্গে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১০ নেতা-কর্মীকে আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply