দোনেৎস্কে ইউক্রেনের হামলায় ৯ বেসামরিকের প্রাণহানি

|

ইন্টারনেট থেকে নেয়া ছবি।

ভয়াবহ হামলায় বেসামরিক প্রাণহানিকে কেন্দ্র করে ফের ছড়িয়েছে উত্তেজনা ইউক্রেনের রুশ নিয়ন্ত্রণাধীন দোনেৎস্কে। শুক্রবারের ওই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত নয়জন সাধারণ মানুষ। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে সেখানকার রুশপন্থী প্রশাসন। এদিকে, রুশ বাহিনী বাখমুতের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অঞ্চলটিতে কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেনীয় সেনারা। খবর বিবিসির। 

দোনেৎস্কের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মরদেহ। আকস্মিক হামলায় হঠাৎই মৃত্যুপুরীতে পরিণত হয় রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের মধ্যাঞ্চল। অতর্কিত এ হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে নয় বেসামরিক। আহত অন্তত ১৩ জন। এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে পুতিন প্রশাসন।

সম্প্রতি পশ্চিমা মিত্রদের সামরিক সহায়তা পাওয়ার পর রণক্ষেত্রে আবারও চাঙ্গা হয়ে উঠেছে ইউক্রেনের সেনারা। দুর্বার গতিতে রুশ নিয়ন্ত্রণাধীন লিমান শহরের দিক অগ্রসর হচ্ছে তারা। হাউইটজার ট্যাংক, মিসাইল, ড্রোন রকেট নিয়ে পূর্বাঞ্চলীয় বাখমুত, আভদিভকা, মারিনকা শহরে কয়েক দফা হামলার কথা স্বীকার করেছে জেলেনস্কি বাহিনী। দোনেৎস্ক অঞ্চলে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত করার ভিডিও প্রকাশ করেছে কিয়েভ।

ইউক্রেনীয় ইউনিট কমান্ডার ভিক্টর এ প্রসঙ্গে বলেন, শত্রুপক্ষকে প্রতিহত করতে হাউইটজার ট্যাংকের সাথে কোনো অস্ত্রেরই তুলনা হয় না। এর গতি, লক্ষ্যভেদ সবকিছুই অসাধারণ। এসব অস্ত্র নিয়ে আবারও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে আমাদের সেনারা।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বাখমুতের কেন্দ্রে পৌঁছে গেছে রুশ সেনারা, নিয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিয়ন্ত্রণ। এতোদিন মস্কোর পক্ষ থেকে এমন দাবি করা হলেও, এবার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অপরদিকে, রসদ পরিবহন বন্ধ হয়ে রণক্ষেত্রে চরম ঝুঁকিতে পড়েছে ইউক্রেনীয় সেনারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply