Site icon Jamuna Television

খ্রিস্ট ধর্মাবলম্বীদের ইস্টার সানডে আজ, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা

খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুর পুনরুত্থানের দিন ইস্টার সানডে উপলক্ষে প্রার্থনা করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। পৃথিবীর বিভিন্ন দেশে নানাভাবে পালন করা হয় দিনটি।

রোববার (৯ এপ্রিল) ভোরে মিরপুর ১০ নম্বরে অবস্থিত ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চে প্রাতঃকালীন প্রার্থনা করেন তারা। প্রার্থনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। ভোরে মেজর গ্যানেন্দ্র বাড়ৈ প্রারম্ভিক প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এরপর প্রার্থনা সংগীত ‘সমাবেত কয়ার’, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হয়। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, কালভেরি পর্বতে ক্রুশবিদ্ধ হয়ে মারা যান যিশু। মৃত্যুর ঠিক তিন দিন পর রোববার পুনরায় জীবিত হয়ে স্বর্গে ফিরে যান তিনি। সেই দিনটিকে ‘ইস্টার সানডে’ হিসেবে পালন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা।

এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষ আজ নিজের ধর্মীয় অধিকার পালন করছে। এই গণপ্রার্থনা আমাদের স্বাধীন সার্বভৌম এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিফলন বলে আমি মনে করি।

এটিএম/

Exit mobile version