ভিয়ারিয়ালের কাছে হেরে আরও মলিন রিয়ালের লিগ স্বপ্ন

|

ছবি: সংগৃহীত

লা লিগায় দুবার এগিয়ে গিয়েও ভিয়ারিয়ালের কাছে ৩-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্টে পিছিয়ে থেকে কার্লো আনচেলত্তির দলের জন্য লিগ শিরোপার স্বপ্ন যেন আরও মলিন হয়ে গেলো এই পরাজয়ে।

কোপা দেল রে’তে বার্সাকে হারানোর সুখস্মৃতি এখনও তাজা। তবে আসি স্মৃতিকে দূর অতীতের বানিয়ে ফেলেছে ভিয়ারিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে গত বছরের মার্চে শেষ লিগ ম্যাচ হেরেছিল রিয়াল মাদ্রিদ। স্যামুয়েল চুকুওয়েজার দুর্দান্ত গোলে পরাজয়ের সেই অনুভূতি আবারও লস ব্লাঙ্কোসদের ফিরিয়ে দিয়ে আনচেলত্তির দলের কাছে অপরাজিত থাকার রেকর্ড চারে নিয়ে গেছে ভিয়ারিয়াল।

ছবি: সংগৃহীত

শিরোপার লড়াইয়ে আগে থেকেই পেছানো। প্রতিটা ম্যাচ তাই বাঁচা-মরার লড়াই রিয়াল মাদ্রিদের জন্য। ভিয়ারিয়াল ডিফেন্ডার পাউ তোরেসের আত্মঘাতী গোলের সুবাদে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে গিয়েছিলো রিয়াল। অবশ্য ৩৯ মিনিটের মাথায় চুকওয়েজারের গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল।

এর ৯ মিনিট পর দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়র গোল করলে আবারও লিড পায় রিয়াল মাদ্রিদ। ৭০ মিনিটে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান লুইস মোরালেস আর ৮০ মিনিটে চুকওয়েজার নিজের দ্বিতীয় গোল তুলে নিলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply