সংসদীয় ব্যবস্থায় অবিশ্বাসী একটি পক্ষের অবস্থান দেশের বিরুদ্ধে; সংসদে এমপিদের মন্তব্য

|

জাতীয় সংসদ ভবন।

সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস নেই বলে একটি পক্ষ দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর অপচেষ্টা করছে। জাতীয় সংসদে এ মন্তব্য করেছেন সংসদ সদস্যরা। তারা আশা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে।

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চলছে সংসদের বিশেষ অধিবেশন। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সিদ্ধান্ত প্রস্তাবের উপর আলোচনা করছেন সংসদ সদস্যরা। সংসদের সুবর্ণ জয়ন্তীতে আনা এ সিদ্ধান্ত প্রস্তাবকে সমর্থন দেন তারা। সংসদ সদস্যরা বলেন, সংসদই হবে জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু।

এ অধিবেশনে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। তারা বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন সংসদ সদস্যরা।

আরও পড়ুন: ‘অসাধারণ’ মানুষদেরও সড়কে আইন মেনে চলতে হবে: ওবায়দুল কাদের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply