ফার্মের ডিমে রঙ মিশিয়ে ‘দেশি’ বানানোর সময় ব্যবসায়ী আটক

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে ফার্মের মুরগির ডিমে রঙ মিশিয়ে দেশি মুরগির ডিমে পরিণত করার সময় হাতেনাতে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আব্দুর রাজ্জাক (৬৫) নামে ওই খুচরা ডিম ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার কাকনহাট এলাকার বাসিন্দা।

রোববার (৯ এপ্রিল) সকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচাবাজারে পরিত্যক্ত এক বাড়িতে ডিমে রঙ মেশানোর সময় তাকে আটক করে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে ডিম ব্যবসার সাথে জড়িত। রোববার বাজার থেকে ফার্মের মুরগির সাদা ডিম এনে বালতিতে রঙ মিশিয়ে সেগুলো দেশি মুরগির ডিমে পরিণত করছিলেন। এ সময় তার ঝুড়িতে ২৭০টি ডিম ছিল। এমন অবস্থায় তাকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে কাশিয়াডাঙ্গা থানায় তাকে হস্তান্তর করা হয়।

পুলিশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে ফোন করে জানালে রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক ফজলে এলাহী ওই ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেন।

সহকারী পরিচালক ফজলে এলাহী জানান, ঘটনার পরে এলাকাবাসী তাকে আটক করে আমাদের খবর দেয়। ওই খুচরা ব্যবসায়ী অনেক বয়স্ক হওয়ার তাকে ৫০০ টাকা জরিমানা করে বুঝিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply