ফ্রান্সের মার্সেই শহরের একটি আবাসিক ভবনে ঘটা জোরালো বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ৫ বাসিন্দা। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৮ জন। খবর রয়টার্সের।
কোনোভাবেই তাদের সাথে সংযোগ স্থাপন করা যাচ্ছে না। সুতরাং তারা জীবিত না মৃত, সেটা এখনই বলতে পারছে না প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৯ এপ্রিল) গভীর রাতে হঠাৎই বিকট শব্দ হয়। ধসে পড়ে ভবনের একাংশ। প্রাথমিক বিবৃতিতে শহরের মেয়র জানিয়েছেন, এই দুর্ঘটনায় প্রাণহানি থাকতে পারে। কাছাকাছি ভবনগুলো থেকে ২০০ মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী। তারা বলছেন, আগুন-ধোঁয়া আর গরম ধূলার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।
অপরদিকে গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনার সূত্রপাত, এমনটা বলছে তদন্তকারী দল। তবে পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য সংগ্রহ করা হচ্ছে আলামত।
এটিএম/
Leave a reply