পেন্টাগনের নথি ফাঁস!

|

ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগনের একগুচ্ছ নথি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রয়েছে মানচিত্র, চার্ট, ছবি ও গোপন তথ্য। খবর সিসিটিভির।

সাংকেতিক চিহ্ন, যা সাধারণ মানুষের বোঝা কষ্টকর। তবে কিছু নথির সাথে রয়েছে যুদ্ধের ছবি। ১০০’র মতো এসব নথি দু’পক্ষের ক্ষয়ক্ষতি তুলে ধরেছে। দুই সামরিক বাহিনীর ঝুঁকি-দুর্বলতা আর শক্তিমত্তা। যুক্তরাষ্ট্র ধারণা করেছিল রাশিয়ার হতাহতের সংখ্যা এক লাখ ৮৯ হাজার থেকে দুই লাখ ২৩ হাজারের মতো।

অন্যদিকে ইউক্রেনের অংশে এক লাখ ২৪ হাজার থেকে এক লাখ ৩১ হাজারের মধ্যে ধরা হয়েছে হতাহতের সংখ্যা। ১৪ মাসের যুদ্ধের খণ্ডচিত্র তুলে ধরেছে নথিগুলো। যার মাঝে ছয় মাসের পুরানো দলিলও রয়েছে। নথিগুলোর সত্যতা যাচাই করেছেন পেন্টাগনের কয়েকজন মুখপাত্র। তবে, কে বা কারা সেসব ফাঁস করেছে, সেটি এখনো অজানা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply