তাইওয়ানকে ঘিরে তৃতীয় দিনের মতো সামরিক মহড়া চালাচ্ছে বেইজিং

|

তাইওয়ান ঘিরে তৃতীয় দিনের মতো জোরালো সামরিক মহড়া চালাচ্ছে চীন। ভূখণ্ডটি এবং চারপাশের সামুদ্রিক এলাকাকে বানানো হয়েছে টার্গেট। খবর সিসিটিভির।

চীনের সামরিক বাহিনী বা পিএলএ মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মহড়া। পিংতান এলাকার পাহাড়ি এলাকাগুলোয় হবে লাইভ ফায়ার ড্রিলস। চীন ও তাইওয়ানের মধ্যকার সবচেয়ে স্পর্শকাতর পয়েন্ট এটি।

তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সীমানায় চিহ্নিত হয়েছে চীনের ১১টি জাহাজ এবং ৭০টি যুদ্ধবিমান। যার মাঝে ৪৫টি উড়োযান ও ড্রোন লঙ্ঘন করেছে আকাশসীমা। প্রস্তুত ছিল তাইওয়ানও। বিমান বাহিনীর সহায়তায় তাড়িয়ে দেয় চীনের যুদ্ধযান।

গেলো সপ্তাহেই তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের যুক্তরাষ্ট্র সফরে ক্ষুব্ধ হয়েছে চীন। সামরিক মহড়ার মাধ্যমে জানান দিচ্ছে সেই অসন্তোষ। সোমবার পর্যন্ত চলবে ‘জয়েন্ট সোর্ড’ নামের অভিযানটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply