নাটোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে মাদক মামলায় সোহেল হোসেন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সোহেল রাজশাহীর মহিষালবাড়ি এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে।

সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় দেন।

নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১২ সালের ২১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসযাত্রী সোহেলের দেহ তল্লাশি করে একশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ ১০ বছর মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply