বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা যাবে না: চিফ হুইপ

|

সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধন আনার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলের উপনেতা জি এম কাদের। জবাবে চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন বলেছেন, বিরোধী দলগুলোকে বিশ্বাস করা যাবে না। বিদ্যমান আইনেই চলবে সংসদ।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে তারা এসব কথা বলেন। সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের আহ্বানে বিশেষ অধিবেশন চলছে। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা করছেন সংসদ সদস্যরা। সংসদের সুবর্ণজয়ন্তীতে আনা এ সিদ্ধান্ত প্রস্তাবকে সমর্থন দেন তারা। বলেন, সংসদই হবে জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু।

জি এম কাদের বলেন, গণতন্ত্রহীন উন্নয়ন কখনও সার্বজনীন হয় না। উন্নয়ন কখনও গণতন্ত্রের বিকল্প হতে পারে না। আর নূরে আলম চৌধুরী বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটছে সংসদে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply