আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও প্রকাশ করলো ইউক্রেন

|

দ্য গার্ডিয়ান থেকে নেয়া ছবি।

প্রথমবারের মতো নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন। খবর দ্য গার্ডিয়ানের।

পশ্চিমাদেশগুলোর কাছ থেকে ৫ মাস আগে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য এসব ক্ষেপণাস্ত্র হাতে পায় কিয়েভ। এরপর থেকেই রুশ যুদ্ধবিমান এবং ড্রোনের বিরুদ্ধে বড় প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

কিয়েভের দাবি এখন পর্যন্ত এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শতাধিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে। এ প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো রুশ বিমান হামলা রুখতে সক্ষম বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply