৩ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন সোহেল তাজ

|

১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে স্বীকৃতিসহ ৩ দফা দাবিতে পদযাত্রা শেষে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে শুরু হয় এ পদযাত্রা। পদযাত্রায় অংশ নিয়ে সোহেল তাজ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানাতে হবে। সঠিক ইতিহাস না জানলে সুন্দর আগামী বিনির্মাণ সম্ভব নয়।

পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জীবনী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবদান পাঠ্যবইয়ে তুলে ধরার দাবিও করেন তিনি। পরে পদযাত্রাটি গণভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হাফিজুর রহমান লিকু।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply