বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ইংলিশ কন্ডিশনে একটি প্রস্তুতি ম্যাচসহ লম্বা সময়ের অনুশীলনে নিজেদেরকে ঝাঁলিয়ে নিতে চায় বাংলাদেশ। এজন্যই, ঈদের পর আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে আগামী ১ মে থেকে সিলেটে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানেই দলের সাথে সরাসরি যুক্ত হবেন আইপিএল ফেরত মোস্তাফিজ। আর, লিটন দলের সাথে যোগ দেবেন আগামী ৫ মে।
সোমবার (১০ এপ্রিল) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি।
জালাল ইউনুস জানান, ঘরের মাঠে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার মাসখানেক পর ফিরতি সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১ মে ইংল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত চলবে এ রাউন্ড। এরপরই টাইগারদের ঈদের ছুটি। আর, আইপিএলের সুবাদে মোস্তাফিজ ও লিটন আছেন ভারতে।
জালাল ইউনুস বলেন, লিটন দুইদিন ছুটি চেয়েছে। এজন্য, সবাই ওখানে ২ তারিখে গেলেও লিটন ৫ তারিখে পৌঁছাবে। মোস্তাফিজ সঠিক সময়েই থাকবে। আপনারা জানেন যে নিক পোথাস আমাদের অ্যাসিসটেন্ট কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন, উনি ওখানেই আমাদের সাথে জয়েন করবেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজটি অনুষ্ঠিত হবে মূলত এসেক্সের কাউন্টি গ্রাউন্ড চেমসফোর্ডে। ৯, ১২ ও ১৪ মে ম্যাচ ডে। তার আগে এখনও প্রায় মাস খানেক সময় আছে হাতে। দেশে কিংবা ইংলিশ কন্ডিশনে কি ধরনের প্রস্তুতির পরিকল্পনা করছে বাংলাদেশ?
এমন প্রশ্নের উত্তরে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ইংল্যান্ডের কন্ডিশন ও আবহাওয়ার বিষয়টি বিবেচনা করেই সিলেটে কন্ডিশনিং ক্যাম্পের সিদ্ধান্ত নিয়েছেন হেড কোচ। ২৬ বা ২৭ তারিখের দিকে শুরু হবে এ ক্যাম্প। ২ তারিখে দল আয়ারল্যান্ডে পৌঁছাবে। সেখানে প্র্যাকটিসের শিডিউল আছে আগামী ৫ তারিখে।
প্রসঙ্গত, বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার এ সিরিজটি হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু, করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় টাইগারদের অ্যাওয়ে সিরিজটি। আইরিশদের বিপক্ষে ম্যাচ তিনটি ওয়ানডে সুপার লিগেরও অংশ। এ বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি জায়গা নিশ্চিত করলেও ঝুলে আছে আয়ারল্যান্ড। আবারও আইরিশদের জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপে খেলার ভাগ্য।
/এসএইচ
Leave a reply