পাকিস্তানে পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪, আহত ১৫

|

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে অন্তত ৪ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। পুলিশের ধারণা, স্বাধীনতাপন্থী কোনো বালোচ সন্ত্রাসী সংগঠন এ হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। খবর আল জাজিরার।

সোমবার (১০ এপ্রিল) বালুচিস্তানের রাজধানী কোয়েটার রাস্তায় ঘটে এ বিস্ফোরণ।

এ নিয়ে বালুচিস্তান প্রাদেশিক পুলিশ কর্মকর্তা শফকত চিমা বলেন, কোয়েটার কন্দহারি বাজারের রাস্তায় রাখা পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানাে হয়। বাজারের মধ্যে একটি মোটরসাইকেলে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রাখা হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পাক সরকারের অভিযোগ, গত ফেব্রুয়ারিতে একইভাবে স্বাধীনতাপন্থী বালোচ সন্ত্রাসীরা বরখান প্রদেশে মোটরসাইকেলে রাখা আইইডি বিস্ফোরণ ঘটায়। এতে নিহত হয় ৫ জন। মার্চেও কোয়েটায় একইভাবে ঘটানো বিস্ফোরণে প্রাণ হারান ৯ পুলিশকর্মী।

এদিকে, সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান। এ হামলায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply