অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে আধা ঘণ্টায় হিট পড়েছে আড়াই কোটি বার

|

ঈদের অগ্রিম রেলের টিকিট বিক্রির শেষ দিন আজ (১১ এপ্রিল)। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে। আজ দেয়া হচ্ছে ২১ এপ্রিলের অগ্রিম টিকিট। ঈদের অগ্রিম রেলের টিকিট কাটার জন্য নিবন্ধন করেছে ১৮ লাখ মানুষ।

শেষ দিনে সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রেলের সার্ভারে ২৬ হাজার ৪৪৬টি টিকিটের জন্য দুই কোটি ৫০ লাখ বার হিট করা হয়েছে। অনলাইনে টিকিট না পেয়ে কেউ কেউ ছুটে এসেছেন কমলাপুরে।

রেল কর্তৃপক্ষ বলছে, অন্যান্য দিনের তুলনায় আজকে সার্ভারে তেমন কোনো জটিলতা দেখা দেয়নি। তবে ১৮ লাখ ব্যবহারকারী টিকিট পাওয়ার জন্য আধা ঘণ্টায় দুই কোটি ৫০ লাখ বার হিট করায় সাময়িক জটিলতা দেখা দেয়।

সংশ্লিষ্টরা আরও জানান, পূর্বাঞ্চলের কিছু টিকিট এখনও অবিক্রিত রয়েছে। তবে তাও বিক্রি হয়ে যাবে। পশ্চিমাঞ্চলের টিকিটের চাহিদা বেশি রয়েছে বলেও জানানো হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply