তাইওয়ানকে ঘিরে ৩ দিনের সামরিক মহড়া শেষ হলো চীনের। দেশটির দাবি- প্রকৃত যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন বাহিনীর সক্ষমতা যাচাই করে দেখা হয়েছে।পাশাপাশি শক্তিমত্তা প্রদর্শনের এ আয়োজনকে সফল হিসেবে আখ্যা দিয়েছে চীনের সামরিক বাহিনী পিএলএ। খবর চায়না সেন্ট্রাল টেলিভিশনের।
পিএলএ জানিয়েছে, সেনা সদস্যরা লড়াইয়ের জন্য সবসময় প্রস্তুত। হুমকি, বিচ্ছিন্নতাবাদ বা বিদেশি হস্তক্ষেপ- যেভাবেই তাইওয়ানের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টা করা হোক না কেনো, তা রুখে দেয়া হবে। তাইওয়ানকে অবরোধ করার মতো সক্ষমতা যাচাইয়ে মহড়ায় ছিল এইচ-সিক্স বোমারু বিমান এবং বিমান বহনে সক্ষম রণতরী।
গেল শনিবার তাইওয়ানের সমুদ্র অঞ্চলে ‘জয়েন্ট সোর্ড’ নামের সামরিক মহড়া শুরু করে চীন। সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট যান যুক্তরাষ্ট্রে। এতে ব্যাপক ক্ষুব্ধ শি জিনপিং প্রশাসন।
ইউএইচ/
Leave a reply