ইরানে সঠিকভাবে হিজাব পরিধানের নীতিমালা মানছেন কিনা নারীরা- সেটা শনাক্তে চালু হয়েছে সিসিটিভি বা গোপন ক্যামেরা। আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে বিচার এবং শাস্তি প্রদানের কার্যক্রম। রয়টার্সের খবর।
সোমবার (১০ এপ্রিল) ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান জানান, বিধি লঙ্ঘনকারীদের প্রথমে মোবাইলে পাঠানো হবে সর্তকতামূলক ম্যাসেজ। তারপরও তারা পোশাক পরিধান নীতিমালা না মানলে গ্রহণ করা হবে শক্ত পদক্ষেপ। হতে পারে কারাদণ্ডও।
চলতি মাসেই, ইরানে হিজাব না পরায় দুই নারীর মাথায় দই ঢেলে দেয়ার পর ফের আলোচনায় আসে ইস্যুটি। গেলো সেপ্টেম্বরে, একই মামলায় গ্রেফতার হন ২২ বছরের মাহসা আমিনি। পুলিশি হেফাজতে তার মৃত্যুর পর ইরানজুড়ে ছড়িয়েছে উত্তেজনা। দফায়-দফায় সংঘাতে প্রাণ হারান পাঁচ শতাধিক মানুষ। আটক হন প্রায় ২০ হাজার ইরানি। ১০৭ জনকে মৃত্যুদণ্ড শোনানোর পাশাপাশি ৪ জনের ফাঁসিও কার্যকর হয়।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন দালাই লামা
/এম ই
Leave a reply