পেন্টাগনের নথি ফাঁস: ‘২১ শতকের সবচেয়ে বড় ক্ষতির মুখে মার্কিন প্রশাসন’

|

ছবি: সংগৃহীত

পেন্টাগনের গোপন নথি ফাঁসের সবশেষ ঘটনায় একুশ শতকে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ফাঁস হওয়া তথ্যের বিশ্লেষণ করে এমন মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। খোদ পেন্টাগনও বলছে, নথি ফাঁস হওয়ার পর বড় ধরনের ঝুঁকিতে পড়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা। কীভাবে গোপন এসব নথি ফাঁস হলো তা নিয়ে তদন্ত চালাতে গিয়ে রীতিমতো নাজেহাল কর্মকর্তারা। বিবিসির খবর।

৭০’র দশকে ওয়াটারগেট কেলেঙ্কারির পর এতোটা বিপর্যয়ের মুখে পড়েনি মার্কিন প্রশাসন। পেন্টাগনের অতি গোপনীয় সব নথিপত্র ফাঁস হওয়ার পর সেগুলো ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কীভাবে এতো সুরক্ষিত নথি ফাঁস হলো তার সূত্র খুঁজতে ব্যতিব্যস্ত গোয়েন্দা সংস্থাগুলো। অন্যদিকে, দায়িত্বে অবহেলার দায়ে কংগ্রেস-সিনেটে প্রশ্নের মুখে পড়েছে বাইডেন প্রশাসন।

ছবি: সংগৃহীত

এরইমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম অন্তত ৫০টি নথি যাচাই করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে লিপিবদ্ধ হওয়া নথিগুলোতে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর কীভাবে গুপ্তচরবৃত্তি চালাতো মার্কিন গোয়েন্দারা, তার বিবরণ। বিশেষ করে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি, দক্ষিণ কোরিয়ার সামরিক সক্ষমতা এবং ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর দীর্ঘদিন ধরেই গোয়েন্দাগিরি চালিয়ে আসছিল মার্কিন কর্মকর্তারা। এর পাশাপাশি চীনসহ বৈরী দেশগুলোর ওপর নজরদারির বিষয়েও তথ্য রয়েছে। এসব নথি ফাঁস হওয়াকে ২১ শতকের সবচেয়ে বড় ক্ষতি বলছেন বিশেষজ্ঞরা।

জন হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক জন রিড বলেন, এর আগেও জুলিয়ান অ্যাসাঞ্জ এবং অ্যাডওয়ার্ড স্নোডেনসহ আরও অনেকেই যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করেছেন। তবে এবার যা হয়েছে তা অতীতের সবকিছুকে হার মানায়। কারণ এবারের নথিগুলো সরাসরি মার্কিন নিরাপত্তার সাথে জড়িত।

ছবি: সংগৃহীত

এ অবস্থায় খোদ পেন্টাগনই স্বীকার করেছে যে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথি ফাঁস হওয়ার পর দেশটির জাতীয় নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কারবি বলেন, এটা সত্য যে নথিতে থাকা তথ্যগুলো খুবই স্পর্শকাতর। এসব তথ্য ফাঁস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাঠামো ঝুঁকির মুখে পড়বে। তবে বিষয়টি সামলিয়ে ওঠার চেষ্টা করছি আমরা। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে, কীভাবে এসব নথি ফাস হলো কিংবা, কারা এর সাথে জড়িত তা দ্রুতই বের করা হবে।

নথি ফাঁসের বিষয়টি প্রথম নজরে আসে গেলো মার্চের শেষ দিকে। সামাজিক যোগাযোগমাধ্যম ডিসকর্ডে প্রকাশ করা হয় নথিগুলোর বেশ কিছু ছবি। গেল শুক্রবার (৭ এপ্রিল) নথিগুলোতে থাকা তথ্যও ফাঁস হতে থাকে।

আরও পড়ুন: শত্রু-মিত্র সবার উপর একইভাবে নজরদারি করে যুক্তরাষ্ট্র!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply