রমজানের শেষ দশকে মসজিদুল হারামে মানতে হবে যেসব নির্দেশনা

|

ছবি : সংগৃহীত

মসজিদুল হারামে আগত ওমরাহ পালনকারী ও মুসল্লিদের জন্য রমজানের শেষ দশকে জরুরি নির্দেশনা জারি করেছে সৌদিআরব। ইবাদতকারীদের নিরাপত্তা ও বিবিধ সুবিধা নিশ্চিত করতে এ নির্দেশনা জারি করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে হারামে ওমরাহ বা নামাজের জন্য আসার সময় পাবলিক ট্রান্সপোর্ট বাস, ট্রেন স্টেশন, প্রাইভেট কার, ট্যাক্সি, প্রাইভেট পার্কিংয়ের ক্ষেত্রে নির্ধারিত স্থান ব্যবহার করতে হবে। মসজিদে হারামের আঙিনায় এবং গেটের কাছাকাছি চলাচল এবং মিডিয়া কাভারেজের ক্ষেত্রে হারামাইন কর্তৃপক্ষের নির্দেশনা মানতে হবে।

এছাড়া ওমরাহ পালনকারী ও মুসল্লিদের ভিড় এড়াতে হারাম শরিফের করিডোর, প্রবেশপথ এবং প্রস্থানের স্থানসহ কয়েকটি জায়গায় নামাজ পড়া থেকে বিরত থাকতে পরামর্শ দেয়া হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply