যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ায় ভর্তুকি দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, দাম বৃদ্ধির পরও ১৫ হাজার কোটি টাকার মতো ভর্তুকি দিতে হবে। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের দাম বৃদ্ধির চাপ ছিল। এখন সারের চাহিদা কম। সামনে চাহিদা বাড়লে পরিস্থিতি বিবেচনা করে আবার দাম কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
ইউএইচ/
Leave a reply