মিয়ানমারের সাগাইংয়ের পা জি ঘি নামের একটি গ্রামে জান্তা বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন নারী ও শিশু রয়েছেন। এ হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এটিকে দেশটিতে চলমান গৃহযুদ্ধের সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলা বলছেন বিশ্লেষকরা। খবর বিবিসির।
মঙ্গলবার (১১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, জান্তা শাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে সাগাইংয়ের বিভিন্ন গোষ্ঠী। তারা নিজেদের বাহিনী গড়েছে, সেইসঙ্গে স্কুল-ক্লিনিকও বানিয়েছে।
পিপলস ডেমেক্রেটিক ফ্রন্ট (পিডিএফ) এর এক সদস্য জানান, ফাইটার জেট দিয়ে আমাদের অফিসে আক্রমণ করা হয়। সব মরদেহ উদ্ধার না হওয়ায় এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না যে ঠিক কতোজন হতাহত হয়েছেন।
প্রসঙ্গত, সাগাইংয়ের পা জি ঘি নামের একটি গ্রামে দেশটির জান্তা সরকারবিরোধী বাহিনীর ওপর এ হামলা চালানো হয়।
উল্লেখ্য, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এরপর থেকে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীদের ওপর বিমান হামলার পরিমাণ বাড়িয়েছে মিয়ানমারের জান্তা সরকার।
/এসএইচ
Leave a reply