Site icon Jamuna Television

আজ দিল্লীর হয়ে মাঠে নামছেন মোস্তাফিজ, টস জিতে ফিল্ডিংয়ে মুম্বাই

অবশেষে এবারের আইপিএলে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের কোনো ক্রিকেটার। দিল্লী ক্যাপিটালসের একাদশে জায়গা করে নিয়েছেন টাইগার কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান।

এবারের আসরের প্রথম ৩ ম্যাচ হেরে টেবিলের তলানিতে এখন অবস্থান দিল্লী ক্যাপিটালসের। মঙ্গলবার (১১ এপ্রিল) তাদের ৪র্থ ম্যাচের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সও জয়ের খাতা খুলতে পারেনি এখনও। ঘুরে দাঁড়ানোর ম্যাচে জয় পেতে মরিয়া দিল্লী ক্যাপিটালস ফিজকে একাদশে জায়গা করে দিয়েছে রাইলি রুশোর পরিবর্তে। বল হাতে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এ টাইগার পেসার- এমনটাই বিশ্বাস দিল্লীর অধিনায়ক ডেভিড ওয়ার্নারের।

দিল্লীর একাদশে আজ রয়েছে দুটি পরিবর্তন। রুশোর পরিবর্তে মোস্তাফিজ আর খলিলের পরিবর্তে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়াশ ঢুলের অভিষেক হতে যাচ্ছে আইপিএলে।

দিল্লীর অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ মাঠে এখন পর্যন্ত হওয়া ৩১ টি-টোয়েন্টির মধ্যে ২৩টি ম্যাচই জিতেছে পরে ব্যাট করা দল। এছাড়া মাত্র ৬টি ম্যাচ জিতেছে প্রথমে ব্যাট করা দল আর দুটি ম্যাচ হয়েছে টাই।

/এ এইচ

Exit mobile version