Site icon Jamuna Television

দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টায় ১৪ হাজার ৮শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত বছরের ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। সোমবার পর্যন্ত এটিই ছিল বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন।

পিডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ৮শ’ মেগাওয়াট। অবশ্য উৎপাদন, বিতরণ ও সঞ্চালন লাইনের স্বাভাবিক লসের কারণে উৎপাদিত বিদ্যুতের পুরোটা গ্রাহক পর্যায়ে পৌঁছানো সম্ভব হয় না।

গত বছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছিল ১৫ হাজার মেগাওয়াট। এ বছর চাহিদা বেড়ে ১৬ হাজার মেগাওয়াট হতে পারে বলে ধারণা করছে পিডিবি।

/এমএন

Exit mobile version