চিলিতে কমলো কর্মঘণ্টা, পার্লামেন্টের উভয়কক্ষে বিপুল ভোটে প্রস্তাব পাস

|

ছবি : সংগৃহীত

সপ্তাহে কাজের সময় ৪০ ঘণ্টায় নামানোর ব্যাপারে সম্মত হয়েছে চিলির পার্লামেন্ট। মঙ্গলবার (১১ এপ্রিল) আসে ঐতিহাসিক এ সিদ্ধান্ত। খবর রয়টার্সের।

নিম্ন-কক্ষে হওয়া ভোটাভুটিতে ১২৭-১৪ সমর্থনে পাস হয় প্রস্তাবটি। প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের স্বাক্ষরের পর সেটি পরিণত হবে আইনে।

এদিকে কয়েক সপ্তাহ আগেই সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে প্রস্তাবটি সিনেটে পাস হয়। এর মাধ্যমে লাতিন দেশটিতে শ্রমিকরা সমঅধিকার এবং উন্নত জীবন পাবেন, এমনটাই প্রত্যাশা।

এরআগে চিলিতে ৪৫ ঘণ্টা ছিলো সাপ্তাহিক কর্মঘণ্টা। তবে, ৬১টি প্রতিষ্ঠান সপ্তাহে চারদিন কাজ করাতেন কর্মীদের। সেই বৈষম্য দূর করে, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যেই এ উদ্যোগ- এমনটা দাবি বামপন্থি সরকারের। লাতিন দেশগুলোয় সর্বোচ্চ ৪৮-৫০ ঘণ্টা পর্যন্ত রয়েছে কাজের সময়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply