রাশিয়ায় অগ্ন্যুৎপাত: কামচাটকা অঞ্চল ঢাকা পড়েছে ছাইয়ের আস্তরণে

|

ছবি : সংগৃহীত

আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে রাশিয়ার কামচাটকা অঞ্চল। মঙ্গলবার (১১ এপ্রিল) সক্রিয় হয়ে ওঠে শিভেলুক আগ্নেয়গিরি। খবর রয়টার্সের।

দেশটির বিজ্ঞান পরিষদ জিওফিজিক্যাল সার্ভে কর্তৃপক্ষ জানায়, টানা ছয় ঘণ্টা হয় অগ্ন্যুৎপাত। এতে এক লাখ ৮ হাজার বর্গকিলোমিটার এলাকার আকাশ ঢেকে যায় আগ্নেয় ধোঁয়ায়। লাভার কারণে গলে গেছে পুরু বরফ। সাড়ে ৩ ইঞ্চি পরিমাণ ছাই জমেছে। যা ৬০ বছরের মধ্যে রেকর্ড। সতর্কতা জারির পাশাপাশি স্থানীয়দের ঘরের ভেতরেই অবস্থানের নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন। অঞ্চলটিতে ৩ লাখের বেশি মানুষের বসবাস।

দেশটির ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার দাবি, আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার আগে কামচাটকায় অনুভূত হয় ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। ছিল কিছু আফটার শকও।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply