বান্দরবানে ফুল বিজু পালিত

|

ছবি : সংগৃহীত

আজ ১২ই এপ্রিল। পঞ্জিকা অনুসারে চাকমা ও তংঞ্চাগ্যাদের বছরের শেষ দিন। তাদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে পালিত হচ্ছে ফুল বিজু উৎসব।

পুরনো বছরের সকল দুঃখ-গ্লানিকে জলে ভাসিয়ে নতুন বছরে সুখ-সমৃদ্ধি লাভের আশায় গঙ্গা মায়ের উদ্দেশে ফুল ভাসানোর মধ্যদিয়ে ফুল বিজু পালন করা হয়ে থাকে।

দিনটিকে স্মরণীয় করে রাখতে সকাল থেকে শিশু-কিশোর থেকে শুরু করে সকল স্তরের তরুণ-তরুণীরা শোভাযাত্রার মধ্যদিয়ে সাঙ্গু নদীতে এসে সমবেত হয়ে ফুল বিজুর উৎসবে মেতে ওঠে। এ সময় তারা নদিতে ফুল ভাসিয়ে দেশ ও দশের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply