সন্তান জন্ম দিলেই ১০ হাজার ৫শ’ মার্কিন ডলার পাবে নতুন বাবা-মা। আশঙ্কাজনক হারে জন্মহার কমে যাওয়ায় এমন প্রণোদনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। খবর আল জাজিরার।
২০২২ সাল থেকে দেশটিতে সন্তান জন্মের পর ১ হাজার ৫১০ ডলার করে দেয়া হয় মায়েদের। যা ইউরোপের অনেক দেশের তুলনায় বেশি। শিশুর এক বছর বয়স পর্যন্ত ৫২৮ ডলার এবং দুই বছর বয়স পর্যন্ত ২৬৪ ডলার করে দেয়া হয় পরিবারকে। তা বাড়িয়ে করা হয়েছে ৭৫৫ ডলার ও ৩৭৭ ডলার; যা ২০২৪ সাল থেকে পাওয়া যাবে। এছাড়া, শিশু স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আরও আর্থিক সহায়তা পাবে পরিবার।
বর্তমানে বিশ্বের সবচেয়ে নিম্ন জন্মহার দক্ষিণ কোরিয়ায়। দিন দিন বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। এমন পরিস্থিতির জন্য জীবনমানের ব্যয় বৃদ্ধিকে দায়ী করছেন বিশ্লেষকরা। মাত্রাতিরিক্ত বাড়ি ভাড়া, লোনের বোঝা ও শিশু লালনপালনে অত্যধিক ব্যয়ের কারণে সন্তান জন্মদানে আগ্রহ নেই বেশিরভাগের। যার প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতেও।
/এমএন
Leave a reply