গোপন নথি ফাঁস ইস্যুতে চরম অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। খবর সিসিটিভি প্লাসের।
পেন্টাগন জানিয়েছে, এই নথি ফাঁসের সাথে কে বা কারা জড়িত তা খুঁজে বের করবে তদন্তকারীরা। হোয়াইট হাউস ও মার্কিন সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিচার বিভাগও এই ফাঁসের ঘটনাটি তদন্ত করেছে।
সম্প্রতি টুইটার ও টেলিগ্রামসহ বেশকিছু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর গোয়েন্দা নথি। এতে ইউক্রেন যুদ্ধ, মিত্রদের ওপর গোয়েন্দা নজরদারি চালানো এবং মধ্যপ্রাচ্য ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা ও নিরাপত্তার ইস্যুতে তথ্য রয়েছে। এ ঘটনাকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য ‘মারাত্মক’ ঝুঁকি হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন।
/এমএন
Leave a reply