নির্বাচন ঘিরে চক্রান্তের বিষয়ে নেতাকর্মীদের সর্তক থাকতে বললেন প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশি ও আন্তর্জাতিক চক্রান্তের বিষয়ে দলের নেতাকর্মীদের সর্তক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (১২ এপ্রিল) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। আরও বলেন, অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হবে, জাতীয় ও আন্তর্জাতিকভাবেও হবে। একটা দেশের এত দ্রুত উন্নতি সহজে কেউ মেনে নিতে চায় না। কাজেই তারা তাদের দিক থেকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে।

প্রধানমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, ক্ষমতায় আসার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছে। তারা এখন মাইক লাগিয়ে সারাদিন বসে সত্য-মিথ্যা মিশিয়ে কথা বলে। বন্দুকের নলের মাধ্যমেই তাদের ক্ষমতায় আসা। অবৈধভাবে ক্ষমতা দখল করায় জনগণ তাদের প্রত্যাখান করে।

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে বলে তাদের ভোটে নির্বাচিত হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আমরা মানুষের জন্য কাজ করেছি, মানুষ আমাদের ভোট দেয়। সেটা হচ্ছে বাস্তব কথা। কাজেই আমাদের ভোট চুরি করা লাগে না। আওয়ামী লীগ সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply