মঙ্গলবারের এক বিবৃতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু লিপিবদ্ধ করার তথ্য জানিয়েছে জাতিসংঘ। তাদের আশঙ্কা, প্রকৃত মৃতের সংখ্যা আরও কয়েকগুণ বেশি। এরইমধ্যে, কিয়েভকে আবারও সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা। এদিকে, যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া গোপন নথিতে, রাশিয়াকে গোপনে রকেট সরবরাহের পরিকল্পনার অভিযোগ উঠেছে মিশরের বিরুদ্ধে। খবর এপির।
রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞের সাক্ষী এখন বাখমুত। ব্যাপক প্রাণহানীর কারণে, ৮ মাসেরও বেশি সময় স্থায়ী রক্তক্ষয়ী লড়াইকে তুলনা করা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সাথে। এলাকাটির ৮০ শতাংশেরও বেশি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো। যদিও কিয়েভ বলছে, এখনই হাল ছাড়ছে না তারা।
এদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন (ওএইচসিএইচআর) এর দাবি, যুদ্ধে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৪৯০ জন বেসামরিক নাগরিকের। আহত আরও ১৪ হাজার ২৪৪ জন ইউক্রেনীয়। যদিও প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি বলেও আশঙ্কা তাদের।
এদিকে, মিত্রদের সামরিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কিয়েভ। জানিয়েছে, ডেনমার্ক তাদের যুদ্ধবিমান দিতে আগ্রহী। আরও বিপুল সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে কানাডা। এছাড়া নতুন করে ১৪ রুশ নাগরিক ও ৩৪ সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আটোয়া।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, গত বছরের তুলনায় এখন অনেক জায়গাতেই পরিস্থিতি বেশ শান্ত। তবে, দেশের মানুষ ও আমাদের মিত্রদের আরও অনেকটা পথ অতিক্রম করতে হবে। আমাদের আগের মতোই মিত্রদের কাছ থেকে সহায়তা প্রয়োজন আমাদের।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এক বছরেরও বেশি সময় ধরে কানাডা ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। ঘোষণা দিচ্ছি, কানাডা থেকে আরও বিপুল অস্ত্রশস্ত্র ইউক্রেনে পাঠানো হবে। আমরা ২১ হাজার রাইফেল, ৩৮টি মেশিন গান, ২৪ লাখ রাউন্ড বুলেট দেবো তাদের।
এদিকে, যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, রাশিয়াকে গোপনে ৪০ হাজার রকেট ও বিপুল পরিমাণ গোলাবারুদ সরবরাহের পরিকল্পনা করেছে মিশর। তবে, এ অভিযোগকে ভিত্তিহীন বলছে কায়রো।
/এসএইচ
Leave a reply