যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি প্ল্যাস্টিক কারখানায়। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কমেনি ঝুঁকি। থেমে থেমে আগুন জ্বলে উঠছে কারখানার বিভিন্ন অংশে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, বিশাল কালো ধোঁয়ায় ছেয়ে আছে অঞ্চলটি। সরিয়ে নেয়া হয়েছে আশপাশের এক হাজারের বেশি মানুষকে। ইন্ডিয়ানার রিচমন্ডে ১৪ একর এলাকাজুড়ে রিসাইক্লিং প্ল্যান্টটির অবস্থান। মঙ্গলবার আগুন লাগে কারখানাটিতে। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
কারখানাটিতে বিভিন্ন ধরনের প্লাস্টিক ও রাসায়নিকের উপস্থিতি রয়েছে। সেকারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। এ ঘটনায় আহত হয়েছেন এক ফায়ার সার্ভিসকর্মী।
এদিকে, কারখানাটিতে আবারও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় নেয়া হয়েছে বিশেষ সতর্কতা। ভয়াবহ দূষণের ঝুঁকির কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ইউএইচ/
Leave a reply