নওগাঁর জবই বিলের ৪ স্থানকে অভয়াশ্রম ঘোষণা করে গণবিজ্ঞাপ্তি জারি

|

স্টাফ করেসপনডেন্ট, নওগাঁ:

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহাসিক জবই বিলের ৪ স্থানকে মা মাছের জন্য অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসাথে এসব স্থানে মাছ আহরণ এবং জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গণবিজ্ঞপ্তি জারি করে এ আদেশ দেন।

তিনি জানান, ঐতিহাসিক জবই বিলের মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য বিলের মাহিল বিল অংশে ১টি, কালিন্দা বিল অংশে ১টি এবং ডুমরইল বিলের প্রথম ও দ্বিতীয় অংশে ১টি করে মোট চার স্থানে মা মাছের জন্য অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এসব স্থানে মা মাছ আহরণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আদেশে তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধি ১৩৩ ধারা মোতাবেক জবই বিলের অভয়াশ্রম এলাকায় মৎস্য আহরণ ও অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্য করে উক্ত স্থানে মৎস্য আহরণ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply